
প্রকাশ: ১০ মার্চ ২০১৯, ১৭:৫৫

এখন থেকে পূর্ব ঘোষণা ছাড়া কেউ আগ্নেয়াস্ত্র নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশ করতে পারবে না। ভুল করে বা ঘোষণা ছাড়া অস্ত্র নিয়ে প্রবেশের চেষ্টা করলে সংশ্নিষ্ট ব্যক্তিকে পুলিশে সোপর্দ করা হবে। শনিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা সংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্প্রতি উড়োজাহাজ ছিনতাইচেষ্টা এবং নিরাপত্তা চেকিংয়ে অভিনেতা ইলিয়াস কাঞ্চন ও সিলেটগামী এক যাত্রীর পিস্তল ধরা না পড়া নিয়ে সমালোচনার মধ্যে এ ধরনের কঠোর সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। জরুরি সভায় বিমানবন্দরের অভ্যন্তরীণ ও আশপাশের সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করতে কর্তব্যরত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়।

ইনিউজ ৭১/এম.আর