আজ আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসে রাজধানীর অনেকেই কালো কাপড় পরিধান করবে বলে প্রস্তুত হয়েছিলেন।অথচ দিনটি এক ভয়ার্ত কালো দিনে পরিণত হয়েছে। এদিন পোড়া লাশের গন্ধে বাতাস ভারি হয়েছে। পুরান ঢাকায় মৃত স্বজনদের আর্তনাতে পরিবেশ ভারাক্রান্ত।Mশোকের ছায়ায় ডুবেছে সারাদেশ। গণমাধ্যমে সারাদিন ধরেই বেরিয়ে আসছে মর্মান্তিক সব মৃত্যুর ঘটনাগুলো। সেসব ঘটনাতে চোখ ভিজছে দেশবাসীর। সরেজমিনে এমনই এক মর্মান্তিক মৃত্যুর কাহিনী শোনান প্রত্যক্ষদর্শী নাছির আহমেদ। তিনি শুনিয়েছেন সন্তানের প্রতি এক মায়ের ভালোবাসা। সন্তানের জন্য মায়ের মৃত্যুকে আলিঙ্গন।
ঘটনার বিবৃতি দিতে গিয়ে কেঁদে দেন নাছির আহমেদ। তিনি বলেন, মসজিদের সামনে এখানে দুইটা প্রাইভেট কার ছিলো। আরেকটা গাড়িতে পাউডার ছিলো। মসজিদের সামনে ওই গাড়িটা যাওয়ার পর সিলিন্ডার বিস্ফোরণ হয়। পাশেই রিক্সাতে একাটা শিশু ছিলো। আবেগপ্রবণ নাসির আহমেদ বলেন, শিশুটির মা নিজে বাঁচতে পারতেন। আগুন লাগার প্রায় ১৫ মিনিট পর ওই নারী তার সন্তানকে বাঁচানোর জন্য চিৎকার করে সাহায্যে চান। ওই মহিলা চাইলে নিজে বাঁচতে পারতেন কেউ এগিয়ে না আসায় এই সন্তানকে বুকে নিয়ে মৃত্যুবরণ করেছেন তিনি।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।