পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে বিভিন্ন প্রার্থীর পক্ষে সংসদ সদস্যরা প্রচার চালাচ্ছেন বলে তথ্য পেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে ইটিআই ভবনে এ তথ্য জানান ইসি সচিব হেলালুদ্দীন আহমদ। পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে প্রশিক্ষণ নিতে আসা চতুর্থ পর্যায়ে নিয়োগ করা রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের উদ্দেশে সমাপনী বক্তব্য তিনি এ তথ্য জানান। ইসি সচিব বলেন, ‘ইতোমধ্যে বেশ কিছু ইনফরমেশন (তথ্য) পেয়েছি, যেখানে সংসদ সদস্যরা বিভিন্নভাবে প্রার্থীর পক্ষে প্রচারণা চালাচ্ছেন বা প্রভাব বিস্তার করছেন।’
তিনি বলেন, ‘আমরা পরিষ্কার বলে দিচ্ছি, আচরণ বিধিতে বলা আছে, মন্ত্রী এবং সংসদ সদস্যরা অর্থাৎ অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা স্থানীয় সরকার নির্বাচনে প্রভাব বিস্তার করতে পারবেন না। এগুলো জানানোর জন্য আজকে বিভিন্ন পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছি। যাতে সকলে বুঝতে পারে, জানতে পারে।’ রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ‘যদি আপনারা তাদের ফাঁদে পা দেন, তাহলে স্থানীয় সরকার নির্বাচন ভন্ডুল হয়ে যাবে। যার কারণে নির্বাচন কমিশনাররা বারবার আপনাদের সতর্ক করেছেন।’ নির্বাচন সুষ্ঠু করার জন্য রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে হবে বলে জানান ইসি সচিব।
হেলালুদ্দীন আহমদ বলেন, ‘একটা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচন কমিশনাররা আপনাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করার কথা বলেছেন। এ নির্বাচনে সেনাবাহিনী থাকবে না। পুলিশ, র্যাব, বিজিবি এবং আনসার থাকবে। এদের ওপর আপনাদের হান্ড্রেড পারসেন্ট নিয়ন্ত্রণ রাখতে হবে। প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের ওপর কন্ট্রোল রাখতে হবে।’ এ সময় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা, নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম, বেগম কবিতা খানম, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।