ইন্দুরকানীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বুধবার ৬ই মার্চ ২০১৯ ০৪:৫০ অপরাহ্ন
ইন্দুরকানীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত

“সবাইমিলে ভাবো,নতুন কিছু কর, নারী পুরুষ সমতার নতুন বিশ্ব গড়ো”এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে ইন্দুরকানী আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বুধবার সকাল ১১টায়  ইন্দুরকানী উপজেলা চত্তরেএ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেল পরিষদ, মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা বেগম,মহিলা বিষয়ক কর্মকর্তা নুর জান্নাত ফেরদৌসী, উপজেলা প্রকল্প কর্মকর্তা শফিকুল ইসলাম,উপজেলা সহকারি মৎস্য কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম ইন্দুরকানী প্রেসক্লাব সাধারন সম্পাদক গাজী আবুল কালাম, উপজেলা বিআরডিবি অফিসার জাগলুল হাসান, উপজেলা জাতিয় পার্টি জেপি নেতা হারুনারশিদ পান্না,ছাত্র সমাজ নেতা রাসেল বয়াতী ইন্দুরকানী সেতারা স্মৃতি বালিকা বিদ্যালয়ের শিক্ষক সাবিনা আক্তার প্রমুখ। মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন ইন্দুরকানী সেতারা স্মৃতি বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীসহ আমন্ত্রীত অতিথি ও বিভিন্ন সংগঠনের নারি নেত্রী পেশাজিবী শুশিল সমাজের নেতৃবৃন্দ, মানববন্ধনে অংশগ্রহন করেন বেসরকারি উন্নয়ন সংস্থা রুপসী বাংলা।

ইনিউজ ৭১/এম.আর