তজুমদ্দিনে ১১ প্রার্থী মনোনয়নপত্র দাখিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সোমবার ৪ঠা মার্চ ২০১৯ ০৫:৫০ অপরাহ্ন
তজুমদ্দিনে ১১ প্রার্থী মনোনয়নপত্র দাখিল

উপজেলা পরিষদ নির্বাচনে ভোলার তজুমদ্দিনে চেয়ারম্যান পদে ২জন, ভাইস চেয়ারম্যান পুরুষ পদে ৬জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন। সহকারী রিটানিং কর্মকর্তা কার্যালয় সুত্রে জানা গেছে, প ম উপজেলা পরিষদ নির্বাচনে তজুমদ্দিনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মোশারেফ হোসেন দুলাল দুপুর সাড়ে ১২  টায় তার মনোনয়নপত্র দাখিল করেন। এরপরে বিকাল সাড়ে ৩টায় বাংলাদেশ আ’লীগ মনোনীয় চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব ফজলুল হক দেওয়ান দলীয় নেতা কর্মিদের নিয়ে মনোনয়নপত্র জমা দেন।

ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে আলহাজ্ব মহিউদ্দিন পোদ্দার, নাসির উদ্দিন দুলাল, মামুন আহম্মেদ, মাও: আব্দুল মতিন, জিয়াউর রহমান, আরিফুর রহমান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফাতেমা বেগম সাজু, হাসনা বেগম ও কোহিনূর বেগম শিলা মনোনয়নপত্র দাখিল করেন সহকারী রিটানিং কর্মকর্তা সৈয়দ শফিকুল হকের কাছে। উল্লেখ, আগামী ৩১ মার্চ এ উপজেলায় চতুর্থধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলায় মোট ভোটার ৮৫ হাজার ৮৮৪জন। উপজেলা নির্বাচন বিএনপি বর্জন করায় এ উপজেলায় বিএনপি’র কোন প্রার্থী নেই।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব