নরসিংদীতে আবহাওয়া ও ঝড়ো হাওয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে আনোষ্ঠানিক ভাবে আর্থিক অনুদানের চেক বিতরণ করেন মাননীয় শিল্পমন্ত্রী।শনিবার (২মার্চ)জেলার মনোহরদী উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিয়া আক্তার শিমু`র সভাপতিত্বে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন,নরসিংদী -৪(মনোহরদী -বেলাব)সংসদ সদস্য ও মাননীয় শিল্পমন্ত্রী এড.নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন।সম্প্রতি নরসিংদী জেলার মনোহরদী উপজেলার ক্ষতিগ্রস্ত ৭৫ জন কৃষকের মাঝে ৬ হাজার টাকা করে মোট সাড়ে ৪ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।
চেক বিতরণর অনুষ্ঠানে মাননীয় শিল্পমন্ত্রী বলেন,ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে যেন এলাকার বিত্তবানরা সহযোগিতার হাত বাড়ায়।আরো উপস্থিত ছিলেন,মনোহরদী থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান,কৃষি কর্মকর্তা কৃষিবিদ আয়েশা আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড.মু ফজলুল হক,সাধারণ সম্পাদক বাবু প্রিয়াশীষ রায়,কৃষকলীগের সভাপতি রমজান আলী,যুবলীগের সভাপতি এম.এস.ইকবাল আহম্মেদ,সেচ্ছাসেবকলীগের সভাপতি আতিকুল ইসলাম মিলন,সাধারণ সম্পাদক তৌহিদুল আলম প্রমুখ।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।