প্রকাশ: ৭ জানুয়ারি ২০১৯, ২৩:৩১
“সুস্থ্য দেহ সুস্থ্য মন, গড়বে সুন্দর জাতি গঠন” এই প্রতিপাত্যকে সামনে রেখে ইন্দুরকানীতে দুইদিন ব্যাপি ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা শুরু হয়েছে। পিকে এস এফ ও এনজিও সংস্থা ডাকদিয়ে যাই আর্থিক সহযোগীতায় সোমবার সকাল ১০ টায় ইন্দুরকানী উপজেলা মাঠে ইন্দুরকানী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীরএকে এম আবুল খায়েরের সভাপতিত্বে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন ইন্দুরকানী উপজেলা নির্বাহী অফিসার রাজীব আহমেদ,বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ফায়জুল কবির তালুকদার, এনজিও সংস্থা ডাকদিয়ে যাই এর প্রধান সমন্নয়কারী উজ্জল কুমার দত্ত মোঃ শৈকত খান (অডিট কোঅর্ডিনিটর ডাকদিয়ে যাই) উপজেলা একাডেমিক সুপার ভাইজার অশোক রায়,উপজেলা মহিলা নেত্রী দিলরুবা মিলন, মোঃ জাকির হোসেন গাজী।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা সেতারা স্মৃতি বালিকা বিদ্যালয়ে প্রধান শিক্ষক সাবেরা সুলতানা,বাংলাদেশ শিক্ষক সমিতি ইন্দুরকানী শাখা সভাপতি মোঃ রফিকুল আলম,সাধারণ সম্পাদক শন্তষ কুমার শীল,এম ইউমডেল মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হেলাল গাজী,শিক্ষক নুরুল আমিন, এস ইন্দুরকানী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসিম কুমার মজুমদার প্রমুখ। শীত কালীন এ্ ক্রিড়া প্রতিযোগীতায় উপজেলার সকল মাধ্যমিক স্কুলের ছাত্র ছাত্রি বৃন্দ অংশ গ্রহন করেন, দুই দিন ব্যাপি এই ক্রিড়া প্রতিযোগীতার প্রধান প্রধান ইভেন্টগুলো ক্রিকেট, ভলি বল, ব্যাড মিন্টন, রিলে রেস উলেখ্য যোগ্য, মঙ্গলবার বিকালে পুরস্কার বিতরণের মধ্যোদিয়ে ক্রিড়া প্রতিযোগীতা শেষ হবে।