অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকেই বিভিন্ন স্থানে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ঝটিকা মিছিল ও সমাবেশ করছে। তবে এসব কার্যক্রমের বিরুদ্ধে এবার কঠোর অবস্থান নিতে যাচ্ছে সরকার।
সোমবার (২৭ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে পুলিশ সদরদপ্তরের ‘হল অব প্রাইড’ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বিশেষ অপরাধ পর্যালোচনা সভায় এ কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেন, “ফ্যাসিস্টদের তালিকা পুলিশের কাছে রয়েছে। তারা সমাজ ও রাষ্ট্রে অস্থিরতা সৃষ্টিতে সরাসরি জড়িত। অনেক অপরাধী জামিনে ছাড়া পেয়ে পুনরায় অপরাধ করছে। এদের অপকর্ম, অপপ্রচার ও ঝটিকা মিছিল ঠেকাতে গ্রেফতার অভিযান আরও বাড়াতে হবে।”
উপদেষ্টা আরও বলেন, জেলা পর্যায়ে ঘন ঘন কোর কমিটির সভা আহ্বান করতে হবে, যাতে রাজনৈতিক হয়রানিমূলক মামলা দ্রুত নিষ্পত্তি করা যায়। একইসঙ্গে স্পেশাল ব্রাঞ্চকে আরও সক্রিয় করে জেলার প্রতিটি তথ্য নখদর্পণে রাখার নির্দেশনা দেন তিনি।
সভায় পুলিশকে নির্বাচনের আগে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়ে তিনি বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। জনগণের আস্থা ও গণতান্ত্রিক অধিকার রক্ষার প্রতীক হিসেবে কাজ করতে হবে।”
সভায় সভাপতিত্ব করেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম। ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের বিভিন্ন জেলার ডিআইজি, পুলিশ কমিশনার ও পুলিশ সুপাররা অংশ নেন।