চাঁদাবাজিকালে গণপিটুনীতে সাবেক আ'লীগ নেতা নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সোমবার ৭ই জানুয়ারী ২০১৯ ০৫:১৪ অপরাহ্ন
চাঁদাবাজিকালে গণপিটুনীতে সাবেক আ'লীগ নেতা নিহত

চট্টগ্রামের ডবলমুরিংয়ের পাহাড়তলী বাজারে চাঁদা তুলতে গিয়ে ব্যবসায়ীদের গণপিটুনিতে নিহত হয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক এক নেতা। তিনি ছাত্রলীগের রিপন-রোটন সংসদের উপ-শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদকের দায়িত্বে ছিলেন। সোমবার (৭ জানুয়ারি) এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা ইউএনবি। নিহত মহিউদ্দিন সোহেল (২৭) স্থানীয় খুলশি এলাকায় আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন বলে জানা গেছে। তার গ্রামের বাড়ি চাঁদপুর। বাবার কর্মস্থলের সুবাদে তারা স্বপরিবারে চট্টগ্রামের খুলশী এলাকায় দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলেন।

স্থানীয় ব্যবসায়ীদের দাবি, নিহত সোহেল এলাকার চিহ্নিত চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী। তার চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে এলাকাবাসী ও ব্যবসায়ীরা অতিষ্ঠ ছিল। সোমবার বেলা ১১টায় স্থানীয় কয়েকজন ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করলে গণপিটুনির শিকার হন তিনি। ডবলমুরিং থানার ওসি মহিউদ্দিন সেলিম বিষয়টি নিশ্চিত করে জানান, ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করতে গেলে দু’পক্ষের বিরোধে গণপিটুনীতে সোহেল নামে এক সন্ত্রাসী মারা গেছে। পুলিশ ঘটনাস্থলে গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এদিকে, নিহত সোহেলের বিষয়ে জানতে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের ফোন করেও কোনও বক্তব্য পাওয়া যায়নি। তারা সোহেলের বিষয়ে কিছু জানাতে অস্বীকার করেন।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব