ব্রাহ্মণবড়িয়ায় ফসলের উন্নতজাত ও কৃষি প্রযুক্তি সম্প্রসারণ কার্যক্রমের উপর দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সদর উপজেলা কৃষি প্রশিক্ষন হলে উপজেলা কৃষি সম্প্রসারন বিভাগের আয়োজনে রাজস্ব অর্থায়নে চলতি মওসুমে ধান,গম, সরিষা ,বিটিবেগুন এবং পিয়াজ চাষে উৎপাদনের কলাকৌশল ও নতুন জাত সম্প্রসারন বিষয়ক কর্মশালায় উপজেলা কৃষি অফিসার মুন্সি তোফায়েল হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলার কৃষি সম্প্রসারণ উপ পরিচালক মো:আবু নাসের। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত উপ পরিচালক মো:আমিনুল ইসলাম সহ কৃষি বিভাগের উর্দ্দতন কর্মকর্তারা। ৭৮০ জন কৃষক কৃষাণী কর্মশালায় অংশ গ্রহন করেন। এসময় উপস্থিত ছিলেন, কৃষি অফিসার হাবিবুর রহমান, আমনো বেগম, মোছা: শাহেনা বেগম প্রমুখ। পরে কৃষকদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।