মন্ত্রিসভা থেকে বাদ পড়ায় মোটেও চিন্তিত কিংবা দুঃশ্চিন্তাগ্রস্ত নন বিদায়ী শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, ‘যোগ্য হলেও আজীবন দায়িত্ব পালন করা যায় না। পুরনোরা না সরলে নতুনদের কিভাবে জায়গা হবে?’ সিলেট-৬ আসনে হ্যাটট্রিক জয়ী চারবারের সংসদ সদস্য ও টানা ১০ বছর সফলতার সঙ্গে শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করা আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদ। তিনি দেশকে এগিয়ে নিতে যোগ্যতাসম্পন্ন ও তারুণ্যনির্ভর মন্ত্রিসভা গঠন করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। সোমবার (৭ জানুয়ারি) দুপুরে সংসদ সদস্য নাহিদ আরও বলেন, ‘বিগত মন্ত্রিসভার অধিকাংশ বাদ পড়েছেন। এ জায়গায় তরুণ মেধাবীরা স্থান পেয়েছেন। নিঃসন্দেহে তা প্রশংসার দাবি রাখে। তাদের নিত্যনতুন দৃষ্টিভঙ্গি ও বাস্তবিক চিন্তাভাবনা উন্নত বাংলাদেশ গড়তে সহায়ক ভূমিকা রাখবে।’ বিদায়ী শিক্ষামন্ত্রী নাহিদ আরও বলেন, ‘১০ বছর আগে আমিও নতুন মন্ত্রী ছিলাম। যুগোপযোগী সিদ্ধান্ত ও তা বাস্তবায়ন করে শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তন এনেছি। এভাবে আজ যারা নতুন তারাও সঠিক সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন করে এগিয়ে যাবেন বলে আমার বিশ্বাস। তাছাড়া আমরা তো (বাদ যাওয়া সিনিয়র মন্ত্রী) এমপি হিসেবে সংসদে আছি, দলেরও দায়িত্বে আছি। নতুনরা এগিয়ে যেতে আমাদের সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।’
আলাপকালে নাহিদ জানান, বিশেষ করে শিক্ষাক্ষেত্রে বাংলাদেশ বহির্বিশ্বের কাছ থেকে যে সুনাম কুড়িয়েছে বা রোল মডেল হয়েছে তা ধরে রাখতে হবে। পাশাপাশি আরও যুগোপযোগী আইডিয়া বের করে শিক্ষাব্যবস্থাকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার দাবি রাখেন নাহিদ। এজন্য নতুন দায়িত্ব পাওয়া শিক্ষামন্ত্রী দিপু মনিকে প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত ১০ বছরের অভিজ্ঞ সাবেক এ শিক্ষামন্ত্রী। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের অগ্রযাত্রা কামনা করেন এবং একজন কর্মী হিসেবে সর্বদা পাশে থাকার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন। দলীয় শুভাকাঙ্ক্ষী ও ভোটারদের উদ্দেশ্যে নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘আমি মন্ত্রী হইনি বলে আপনারা বিচলিত হবেন না কিংবা ভেঙে পড়বেন না। বাস্তবতাকে মেনে নিয়ে এগিয়ে যেতে হবে। তিনি বলেন, ‘আমি ১০ বছর দায়িত্বে ছিলাম। নতুনদের জায়গা দিতে আমাদের সরতে হয়েছে। এটাই জগতের নিয়ম এবং ধারাবাহিকভাবে তা চলে আসছে।’ এসময় তিনি দেশ জাতি ও শেখ হাসিনা সরকারের অগ্রযাত্রায় সবাইকে সামিল হওয়ার আহ্বান জানান।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।