প্রকাশ: ৭ জানুয়ারি ২০১৯, ২১:৪
ঝেঁটিয়ে বিদায় হয়ে যাওয়ার থেকে নিজে থেকে অবসর নেয়া অনেক ভালো বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আজ সোমবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সভাকক্ষে অর্থমন্ত্রী এবং অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী বিদায়ী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। আর্থমন্ত্রী বলেন, ‘আগামী ২৫ জানুয়ারি আমার বয়স ৮৫ বছর পূর্ণ হবে। এ বয়সে আল্লাহ আমাকে এমন রেখেছেন, যে আমি একটি জটিল দেশে অর্থ মন্ত্রণালয়ের মতো জটিল দায়িত্ব পালন করেছি। এখনতো আমার অবসর নেয়ার দরকারই। অবসর না নিয়ে ঝেঁটিয়ে বিদায় হয়ে যাওয়ার থেকে অবসর নেয়া অনেক ভালো। এদিক থেকে আমি খুব সৌভাগ্য যে, আমাকে কেউ বিদায় করেনি আমি নিজে থেকেই বিদায় নিয়েছি। এ জন্য আমি প্রধানমন্ত্রীর কাছে অত্যান্ত কৃতজ্ঞ।’
মুহিত বলেন, ‘আমাকে অনেকেই বলেন অবসরে কী করবো? বাংলাদেশের করার কোনো ক্ষেত্রের অভাব নেই। আমার সংগ্রহে ৫০ হাজার বই আছে। একগুলোর সবগুলো পড়া হয়নি। এগুলো পড়বো। আর আমি ৩৪টি বই লিখেছি। আরও বই লিখব।’
ইনিউজ ৭১/এম.আর