প্রকাশ: ৭ জানুয়ারি ২০১৯, ১৮:৩৫
সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর কুমিল্লার ১১টি সংসদীয় আসন থেকে কে কে মন্ত্রী হচ্ছেন এমন আলোচনা ছিল সর্বত্র। নিজ নিজ প্রার্থীর পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছিল সরব প্রচারণা। তবে বর্তমান পরিকল্পনা মন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল অর্থমন্ত্রী হতে যাচ্ছেন এমন আলোচনা ছিল নির্বাচনের পর থেকেই। আর সেসব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আ.হ.ম মুস্তফা কামালই (লোটাস কামাল) বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন। এ খবরে লোটাস কামালের নিজ নির্বাচনী এলাকার (কুমিল্লা-১০ সদর দক্ষিণ, লালমাই-নাঙ্গলকোট) দলীয় নেতাকর্মীসহ কুমিল্লার সর্বমহল উচ্ছ্বসিত। মন্ত্রীর নির্বাচনী এলাকায় মিষ্টি বিতরণ করেছেন দলীয় নেতাকর্মীরা।
অর্থমন্ত্রী লোটাস কামালের বর্ণাঢ্য জীবন
আ হ ম মুস্তফা কামাল। তবে লোটাস কামাল নামেই দেশ-বিদেশে তার বেশ পরিচিতি। বিশিষ্ট ক্রিকেটানুরাগী যিনি দু’দশকের অধিক আবাহনী ক্রিকেট কমিটির চেয়ারম্যান ছিলেন। দেশের একজন খ্যাতনামা চার্টার্ড একাউন্ট্যান্ট আ হ ম মুস্তফা কামাল ১৯৪৭ সালের ১৫ জুন কুমিল্লা জেলার নবগঠিত লালমাই উপজেলা বাগমারা ইউনিয়নের দুতিয়াপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা মরহুম বাবরু মিয়া, মা মরহুমা সায়রা বেগম। লোটাস কামাল স্থানীয় দত্তপুর প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা শেষে বাগমারা উচ্চ বিদ্যালয় থেকে ১৯৬২ সালে এসএসসি, পরে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে এইচএসসি, ১৯৬৪-১৯৬৭ সালে চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ থেকে বিকম (অনার্স) ডিগ্রি লাভ করেন।
কুমিল্লা-১০ আসনে নির্বাচিত সংসদ সদস্য আ হ ম মুস্তফা কামালকে (লোটাস কামাল) অর্থমন্ত্রী করায় রোববার সন্ধ্যায় সদর দক্ষিণের সুয়াগাজী বাজারে জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক কামাল উদ্দিন কামাল ও পশ্চিম জোড়কানন ইউনিয়ন চেয়ারম্যান হাসমত উল্লা হাসুর নেতৃত্বে দলীয় নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। এ সময় ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি এম.এ করিম, সাধারণ সম্পাদক আব্দুল মালেকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। লোটাস কামালকে অর্থ মন্ত্রী করায় দলীয় নেতাকর্মীরা দলের সভানেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।
ইনিউজ ৭১/এম.আর