আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির বর্তমান সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম ১৯৯৪ থেকে ১৯৯৮ পর্যন্ত ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ছিলেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ভিপি ছিলেন তিনি। এই খবর পেয়ে নড়িয়াবাসী বলেন, এই আসনে একজন ৩৫ বছর এমপি থেকেও মন্ত্রী হতে পারেননাই আর প্রথমবারের মত পাশ করেই পানি সম্পদ উপমন্ত্রী হলেন শরিয়তপুরের-২ এর এনামুল হক শামীম। যেটা এই মুহূর্তে নড়িয়াবাসীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। নড়িয়ার মানুষ পদ্মায় বেড়িবাঁধের জন্য তাকে ভোট দিয়েছে, কাজটি ধীরগতিতে চলমান। এই কাজটা সুষ্ঠুভাবে করতে পারলে এই এলাকার জনগণ আর কিছুই চাইবেনা। সখিপুরের মানুষ বলেন, আমাদের এলাকার উন্নয়নের জন্য এরকম একজন তরুণ নেতা ও মন্ত্রী প্রয়োজন ছিল। তবে তাকে উপমন্ত্রী না করে ফুল মন্ত্রী করলে আমরা আরো বেশি খুশি হতাম। আমাদের এই চরাঞ্চলের উন্নয়নে তিনি নিরলস পরিশ্রম দিবেন বলে আমাদের বিশ্বাস।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।