প্রকাশ: ৭ জানুয়ারি ২০১৯, ১৬:৪১
বাংলাদেশকে বিশ্বের অন্যতম সবচেয়ে সফল দেশ বলে মন্তব্য করেছেন ভারতের বিদায়ী হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা। রবিবার ঢাকায় ভারতীয় হাইকমিশনে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে তিনি ওই মন্তব্য করেন। তিনি বিশেষভাবে গত এক দশকে বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতির কথা উল্লেখ করেন। বাংলাদেশে দায়িত্ব পালন শেষে সোমবার ঢাকা ছাড়ছেন শ্রিংলা। বিদায়ী ভারতীয় হাইকমিশনার বলেন, সবচেয়ে ভালো বন্ধু ও প্রতিবেশী হিসেবে ভারত সমৃদ্ধ, স্থিতিশীল ও শান্তিপূর্ণ বাংলাদেশ দেখতে চায়। তিনি বলেন, বাংলাদেশের মানুষের ভালোবাসা তিনি সঙ্গে নিয়ে যাচ্ছেন। গত তিন বছরে এ দেশের বেশির ভাগ জেলা তিনি সফর করেছেন।
ইনিউজ ৭১/এম.আর