বরিশালের হিজলা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(২৮ অক্টোবর) সকাল ১১টায় দিবসটির উপলক্ষ্যে উপজেলার খুন্না বাজার ডাকবাংলোর সামনে থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মাঠে এসে শেষ হয়। এরপর উপজেলা পরিষদ মাঠে উপজেলা যুবদলের আহ্বায়ক দেওয়ান সালাউদ্দিন রিমনের সভাপতিত্বে পথসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন পিপলু।
উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ মতিন তালুকদার এর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ আমির হোসেন বাঘা, বড়জালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাওয়ানুর চৌধুরী সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভার শুরুতে সদ্য প্রয়াত উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল গাফফার তালুকদারের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সভায় প্রধান অতিথি সালাউদ্দিন পিপলু তার বক্তব্যে বলেন, হিজলায় জাতীয়তাবাদী যুবদল একতাবদ্ধ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৪(হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে যে আসুক আমরা তাকেই সমর্থন করে যাবো। আমরা যুবদলের কর্মীরা বিএনপির একটি প্রাণ। আমার সবাই দলের জন্য শ্রম দিয়ে যাবো।