প্রকাশ: ৬ জানুয়ারি ২০১৯, ১:১০
আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক শ ম রেজাউল করিমকে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে মন্ত্রী করা হয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসন থেকে নৌকা প্রতীকে এমপি নির্বাচিত হন সুপ্রিম কোর্টেরেএ আইনজীবী। প্রথমবারের মতো এমপি নির্বাচিত হয়েই মন্ত্রীত্ব পেলেন আওয়ামী লীগ নেতা। টেলিভিশন টক শোতে তিনি বেশ পরিচিত মুখ। সমসাময়িক যে কোনো ঘটনায় টিভির পর্দায় নিয়মিত দেখা যায় তাকে। বিশেষ করে মানবতাবিরোধী অপরাধীদের বিচারের দাবিতে তিনি সব সময় সোচ্চার ছিলেন। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী অ্যাডভোকেট রেজাউল করিম আইনজীবীদের মধ্যেও বেশ জনপ্রিয়। সদ্য বিলুপ্ত বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের যুগ্ম সম্পাদক ছিলেন। দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক নির্বাচিত হয়েছেন।
ইনিউজ ৭১/এম.আর