একাদশ জাতীয় নির্বাচন শেষ , এখন চলছে কে পাচ্ছেন কোন দফতর ।আজ মন্ত্রী পরিষদ বিভাগ থেকে ফোন করে জানানো হচ্ছে কে কোন দফতর পাচ্ছেন। এদিকে সুখবর পেয়েছেন বরিশাল সদর আসনের এম পি কর্নেল অবঃ জাহিদ ফারুক শামীম। তিনি পেয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্ব।তিনি এবারি প্রথম এম পি হিসেবে জিতেছেন এবং প্রথমবারে মন্ত্রী হবার কারনে বরিশালে চলছে মিষ্টি মুখ। বরিশাল সদরের নেতা কর্মীরা সবাই খুশি তার মন্ত্রী হওয়াতে ।আমরা শহরে অনেকর সাথে কথা বলেছি সবাই বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন । তেমনি তার এক কর্মী নূর সাঈদী ইনিউজ৭১ কে বলেন প্রধানমন্ত্রী আমদের মনের কথা শুনতে পান। তাই তিনি আমাদের চাওয়াটা পুড়ন করেছেন । আসা রাখি তিনি আমাদের বরিশাল তথা সারা দেশের জন্য নিজেকে উজাড় করে কাজ করবেন ইন-শা আল্লাহ ।