অর্থমন্ত্রী হচ্ছেন কুমিল্লার লোটাস কামাল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: রবিবার ৬ই জানুয়ারী ২০১৯ ০৩:৫৭ অপরাহ্ন
অর্থমন্ত্রী হচ্ছেন কুমিল্লার লোটাস কামাল

নতুন মন্ত্রিসভায় অর্থমন্ত্রী হয়েছেন আ হ ম মুস্তফা কামাল। তিনি আগে পরিকল্পনামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। নতুন মন্ত্রিসভার আকার হচ্ছে ৪৬ সদস্য বিশিষ্ট। এর মধ্যে মন্ত্রী ২৪ জন, প্রতিমন্ত্রী ১৯ জন ও উপমন্ত্রী হচ্ছেন ৩ জন। মন্ত্রিপরিষদ বিভাগের একটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য জানিয়েছে। ইতোমধ্যে মন্ত্রী হিসেবে শপথ গ্রহণে ফোন পেয়েছেন- ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খাঁন কামাল, আনিসুল হক, নসরুল হামিদ বিপু, জুনাইদ আহমেদ পলক, খালিদ মাহমুদ চৌধুরী, ডা. দীপু মণি।  

আরও রয়েছেন ড. আব্দুর রাজ্জাক, তাজুল ইসলাম, এম এ মান্নান, শাহরিয়ার আলম, জাহিদ আহসান রাসেল, এনামুল হক শামীম, মহিবুল হাসান চৌধুরী, সাধন চন্দ্র মজুমদার, শ. ম. রেজাইল করিম, মতিয়া চৌধুরী, স্বপন ভট্টাচার্য, আশরাফ আলী খসরু, টিপু মুন্সী, গোলাম দস্তগীর গাজী, ডা. এনামুর রহমান। এছাড়া ডাক পেয়েছেন বীর বাহাদুর ঊ শৈ সিং, সাইফুজ্জামান চৌধুরী জাভেদ। তবে মন্ত্রিপরিষদ সদস্যদের পূর্ণাঙ্গ তালিকা আজ বিকেল ৫টায় সচিবালয়ে সংবাদ সম্মেলন করে জানানো হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। 

ইনিউজ ৭১/টি.টি. রাকিব