https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

পিরোজপুরে সন্ত্রাসী হামলায় যুবলীগ কর্মী নিহত

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩ জানুয়ারি ২০১৯, ০:১৪

শেয়ার করুনঃ
পিরোজপুরে সন্ত্রাসী হামলায় যুবলীগ কর্মী নিহত

পিরোজপুরে সন্ত্রাসী হামলায় এক যুবলীগ কর্মী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে এক দল সন্ত্রাসী তাকে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে পালিযে যায়। পরে সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তার অবস্থা আশঙ্কাজনক বিধায় জরুরীভাবে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে ওই দিনই বিকাল ৩টার দিকে সে মারা যায়। নিহত যুবলীগ কর্মী সদর উপজেলার কলাখালী ইউনিয়নের দাউদপুর গ্রামের মৃত মোকছেদ আলী হাওলাদারের পুত্র মোঃ সাকিল আহমেদ আশিষ (৪০)। সে ওই ইউনিয়নের যুবলীগ কর্মী ছিল। স্থানীয় যুবলীগ কর্মীরা সাংবাদিকদের জানিয়েছে, জেলা জজ আদালতে একটি মামলায় হাজিরা শেষে বাড়ী ফেরার পথে দুপুর ১২.৩০ টার দিকে কলাখালী-পিরোজপুর সড়কের কৈবর্ত্যখালী নামক স্থানে ১০ থেকে ১৫ জনের একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতারিভাবে কুপিয়ে মারাত্মক জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর তাকে খুলনা আড়াইশ’ শয্যা হাসপাতালে পাঠান হয়। 

পিরোজপুর সদর হাসপাতালের চিকিৎসক সাকিল সরোয়ার জানান, তার অবস্থা এতটাই আশঙ্কাজনক ছিল যে তাকে এখান থেকে দ্রুত খুলনা পাঠানো হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক কলাখালী ইউনিয়ন পরিষদের একজন মেম্বর জানান, আশিষের ওপর কৈবর্ত্যখালী গ্রামের রিপন, মনির, ফাইজুল, রেজাউল, অমি, জামিল ও এনামসহ অন্তত ১০ থেকে ১৫ জনের একটি দল সন্ত্রাসী হামলা চালিয়েছে বলে আহত অবস্থায় আশিষ ওই মেম্বারকে জানিয়েছে। সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জিয়াউল হক জানান, আশিষ নামের এক যুবককে কতিপয় যুবক কুপিয়েছে শুনেছি। কিন্তু থানায় এখন পর্যন্ত কোন অভিযোগ আসেনি, তবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। 

https://enews71.com/storage/ads/01JPGKM6HF6Z9KMXY1REE9WXY0.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JP5YKC7WPY9CJWY37XZPWKM0.jpg

এ সম্পর্কিত আরও পড়ুন

বাংলাদেশের চিত্র বিকৃতির প্রতিবাদে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের বক্তব্য

বাংলাদেশের চিত্র বিকৃতির প্রতিবাদে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের বক্তব্য

নিউইয়র্ক টাইমসে প্রকাশিত বাংলাদেশে ইসলামিস্টদের উত্থান সংক্রান্ত প্রতিবেদনকে বিভ্রান্তিকর ও একপেশে হিসেবে আখ্যায়িত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। মঙ্গলবার প্রকাশিত এক সরকারি বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক এই সংবাদমাধ্যমের প্রতিবেদনে বাংলাদেশের ভুল চিত্র উপস্থাপন করা হয়েছে।  [https://enews71.com/storage/eQfX3OC1s0315BJB617RxpfSjYvFdOBvgBXVsiaD.jpg]Untitled-1-67ebdf3d9764f.jpg 49.13 KB [https://enews71.com/storage/eQfX3OC1s0315BJB617RxpfSjYvFdOBvgBXVsiaD.jpg] প্রেস উইংয়ের বিবৃতিতে উল্লেখ করা হয়, নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বাংলাদেশকে ধর্মীয় চরমপন্থার উত্থানস্থল হিসেবে চিহ্নিত করা হলেও বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। বিবৃতিতে বলা হয়,

আওয়ামী লীগ ছিল মাফিয়া, রাজনৈতিক দল নয়: মাহফুজ আলম

আওয়ামী লীগ ছিল মাফিয়া, রাজনৈতিক দল নয়: মাহফুজ আলম

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, আওয়ামী লীগ কখনো রাজনৈতিক দল ছিল না, তারা ছিল মাফিয়া চক্র। তিনি বলেন, আওয়ামী লীগকে আর রাজনৈতিকভাবে দাঁড়াতে দেওয়া হবে না। মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে গুম ও খুনের শিকার পরিবারের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।   মাহফুজ আলম বলেন, শেখ হাসিনাসহ আওয়ামী লীগের অনেক নেতাকর্মী এখন ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছে।

ফ্যাসিস্টমুক্ত নতুন বাংলাদেশের প্রত্যাশায় এনসিপি নেতা

ফ্যাসিস্টমুক্ত নতুন বাংলাদেশের প্রত্যাশায় এনসিপি নেতা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেছেন, স্বৈরাচারবিরোধী আন্দোলন পরবর্তী ফ্যাসিস্টমুক্ত নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশায় আমরা এগিয়ে যাচ্ছি। সোমবার পঞ্চগড় কেন্দ্রীয় ঈদগাহে ঈদের নামাজ শেষে তিনি এ কথা বলেন। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ঈদ হলো সম্প্রীতির উৎসব, যা সব মানুষকে ঐক্যবদ্ধ হতে শিক্ষা দেয়।   তিনি বলেন, পৃথিবীর বিভিন্ন প্রান্তে মুসলিমরা আজ নিপীড়নের

শোলাকিয়ায় ১৯৮তম ঈদ জামাত সম্পন্ন

শোলাকিয়ায় ১৯৮তম ঈদ জামাত সম্পন্ন

ঐতিহাসিক শোলাকিয়া ময়দানে শান্তিপূর্ণভাবে ১৯৮তম ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় এশিয়ার বৃহত্তম ঈদগাহে লাখো মুসল্লির অংশগ্রহণে ঈদের নামাজ আদায় করা হয়। জামাত শুরুর অনেক আগেই মাঠ পরিপূর্ণ হয়ে যায় এবং আশপাশের এলাকায় মুসল্লিরা ছড়িয়ে পড়েন। ঈদের আনন্দ ছড়িয়ে পড়ে পুরো পরিবেশে, লাখো কণ্ঠে ধ্বনিত হয় তাকবির। শোলাকিয়ায় এবার প্রায় ছয় লক্ষাধিক মুসল্লি অংশ নেন বলে জানিয়েছেন কিশোরগঞ্জের পুলিশ

ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধান উপদেষ্টার

ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধান উপদেষ্টার

জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের নামাজ শেষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “যত বাধাই আসুক, ঐক্যবদ্ধ বাংলাদেশ আমরা গড়বই।” তিনি আরও বলেন, দেশের প্রতিটি মানুষের মধ্যে ঈদের সময় ঐক্য ও ভালোবাসার বন্ধন দৃঢ় করতে চাই। মুসলিম ধর্মাবলম্বীদের জন্য ঈদ নৈকট্য ও সমবেদনার দিন, এবং সেই ঐক্যকে দীর্ঘস্থায়ী করতে তিনি কাজ করবেন। এ সময় ড. মুহাম্মদ ইউনূস দেশের সব জায়গার মুসল্লি, নারী,