https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

জাপার অন্য এমপিরা শপথ নিলেন এরশাদকে বাদে

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩ জানুয়ারি ২০১৯, ১৯:২৯

শেয়ার করুনঃ
জাপার অন্য এমপিরা শপথ নিলেন এরশাদকে বাদে
দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বাদে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি থেকে নির্বাচিত অন্য সংসদ সদস্যরা শপথ নিয়েছেন।বৃহস্পতিবার (৩ জানুয়ারি) দুপুর ১২টা ২০ মিনিটের সংসদ ভবনের শপথকক্ষে তারা শপথগ্রহণ করেন।

 শপথবাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।জাতীয় পার্টির কো-চেয়ারম্যান বেগম রওশন এরশাদ, গোলাম মোহাম্মদ কাদের, মহাসচিব মশিউর রহমান রাঙা, প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন বাবলা, ফখরুল ইমামসহ দলটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।জাতীয় পার্টির চেয়ারম্যান এখনো শপথ নেননি। তিনি বিকেলে শপথ নিতে পারেন।একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ২৫৭, জাতীয় পার্টি ২২ আসনে জয় লাভ করেছে। অন্যদিকে বিরোধীজোট বিএনপি নেতৃত্বাধীন ঐক্যফ্রন্ট ৭টি আসনে জয় পেয়েছে।এর আগে বেলা ১১টায় আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন।

https://enews71.com/storage/ads/01JPGKM6HF6Z9KMXY1REE9WXY0.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JP5YKC7WPY9CJWY37XZPWKM0.jpg

এ সম্পর্কিত আরও পড়ুন

বাংলাদেশের চিত্র বিকৃতির প্রতিবাদে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের বক্তব্য

বাংলাদেশের চিত্র বিকৃতির প্রতিবাদে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের বক্তব্য

নিউইয়র্ক টাইমসে প্রকাশিত বাংলাদেশে ইসলামিস্টদের উত্থান সংক্রান্ত প্রতিবেদনকে বিভ্রান্তিকর ও একপেশে হিসেবে আখ্যায়িত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। মঙ্গলবার প্রকাশিত এক সরকারি বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক এই সংবাদমাধ্যমের প্রতিবেদনে বাংলাদেশের ভুল চিত্র উপস্থাপন করা হয়েছে।  [https://enews71.com/storage/eQfX3OC1s0315BJB617RxpfSjYvFdOBvgBXVsiaD.jpg]Untitled-1-67ebdf3d9764f.jpg 49.13 KB [https://enews71.com/storage/eQfX3OC1s0315BJB617RxpfSjYvFdOBvgBXVsiaD.jpg] প্রেস উইংয়ের বিবৃতিতে উল্লেখ করা হয়, নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বাংলাদেশকে ধর্মীয় চরমপন্থার উত্থানস্থল হিসেবে চিহ্নিত করা হলেও বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। বিবৃতিতে বলা হয়,

আওয়ামী লীগ ছিল মাফিয়া, রাজনৈতিক দল নয়: মাহফুজ আলম

আওয়ামী লীগ ছিল মাফিয়া, রাজনৈতিক দল নয়: মাহফুজ আলম

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, আওয়ামী লীগ কখনো রাজনৈতিক দল ছিল না, তারা ছিল মাফিয়া চক্র। তিনি বলেন, আওয়ামী লীগকে আর রাজনৈতিকভাবে দাঁড়াতে দেওয়া হবে না। মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে গুম ও খুনের শিকার পরিবারের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।   মাহফুজ আলম বলেন, শেখ হাসিনাসহ আওয়ামী লীগের অনেক নেতাকর্মী এখন ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছে।

ফ্যাসিস্টমুক্ত নতুন বাংলাদেশের প্রত্যাশায় এনসিপি নেতা

ফ্যাসিস্টমুক্ত নতুন বাংলাদেশের প্রত্যাশায় এনসিপি নেতা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেছেন, স্বৈরাচারবিরোধী আন্দোলন পরবর্তী ফ্যাসিস্টমুক্ত নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশায় আমরা এগিয়ে যাচ্ছি। সোমবার পঞ্চগড় কেন্দ্রীয় ঈদগাহে ঈদের নামাজ শেষে তিনি এ কথা বলেন। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ঈদ হলো সম্প্রীতির উৎসব, যা সব মানুষকে ঐক্যবদ্ধ হতে শিক্ষা দেয়।   তিনি বলেন, পৃথিবীর বিভিন্ন প্রান্তে মুসলিমরা আজ নিপীড়নের

শোলাকিয়ায় ১৯৮তম ঈদ জামাত সম্পন্ন

শোলাকিয়ায় ১৯৮তম ঈদ জামাত সম্পন্ন

ঐতিহাসিক শোলাকিয়া ময়দানে শান্তিপূর্ণভাবে ১৯৮তম ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় এশিয়ার বৃহত্তম ঈদগাহে লাখো মুসল্লির অংশগ্রহণে ঈদের নামাজ আদায় করা হয়। জামাত শুরুর অনেক আগেই মাঠ পরিপূর্ণ হয়ে যায় এবং আশপাশের এলাকায় মুসল্লিরা ছড়িয়ে পড়েন। ঈদের আনন্দ ছড়িয়ে পড়ে পুরো পরিবেশে, লাখো কণ্ঠে ধ্বনিত হয় তাকবির। শোলাকিয়ায় এবার প্রায় ছয় লক্ষাধিক মুসল্লি অংশ নেন বলে জানিয়েছেন কিশোরগঞ্জের পুলিশ

ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধান উপদেষ্টার

ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধান উপদেষ্টার

জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের নামাজ শেষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “যত বাধাই আসুক, ঐক্যবদ্ধ বাংলাদেশ আমরা গড়বই।” তিনি আরও বলেন, দেশের প্রতিটি মানুষের মধ্যে ঈদের সময় ঐক্য ও ভালোবাসার বন্ধন দৃঢ় করতে চাই। মুসলিম ধর্মাবলম্বীদের জন্য ঈদ নৈকট্য ও সমবেদনার দিন, এবং সেই ঐক্যকে দীর্ঘস্থায়ী করতে তিনি কাজ করবেন। এ সময় ড. মুহাম্মদ ইউনূস দেশের সব জায়গার মুসল্লি, নারী,