অর্থের অভাবে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন বিয়ানীবাজার সরকারি কলেজের ছাত্র নুরুল ইসলাম। সে উপজেলার ৪নং শেওলা ইউনিয়নের চারাবই গ্রামের সেলিম উদ্দিনের বড় ছেলে।নুরুল ইসলাম গত ২৭ ডিসেম্বর বিয়ানীবাজারে এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়। হাসপাতালে নেয়ার পর থেকে আজ অবধি তার জ্ঞান ফিরেনি। বর্তমানে নুরুল ইসলাম ঢাকার পদ্ম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছে। তার চিকিৎসার জন্য প্রায় ৫ লক্ষ টাকার প্রয়োজন। তার পরিবারের পক্ষ থেকে এতো টাকা জোগাড় করা অসম্ভব হয়ে পড়েছে।
অপরদিকে যত দিন যাচ্ছে তার শারিরীক অবনতি ঘটছে। যে কোন সময় সে মৃত্যুর কুলে ঢলে পড়তে পারে। তাই নুরুল ইসলামকে বাঁচাতে সমাজের বিত্তবান সহ সরকারের সাহায্য কামনা করেছেন তার ভাই কামরুল ইসলাম।