গণহত্যায় জড়িত শেখ হাসিনাসহ আসামিদের বিচার না হলে জুলাই শহীদ ও আহতদের প্রতি অবিচার করা হবে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ দিনের যুক্তিতর্কে তিনি এ মন্তব্য করেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, “আমি বিশ্বাস করেছিলাম, শেখ হাসিনা ন্যায়বিচারের মুখোমুখি হবেন। কারণ তিনি একসময় অন্যদের উদ্দেশে বলেছিলেন—সাহস থাকলে বিচারের মুখোমুখি হন। কিন্তু তিনি নিজের কথায় অটল থাকেননি। থাকলে আজ দেশের মাটিতে এসে বিচারের মুখোমুখি হতেন।”
তিনি আরও বলেন, “এই আসামিদের শাস্তি নিশ্চিত না হলে বাংলাদেশের ভবিষ্যৎ আরও ভয়াবহ হবে। ন্যায়বিচার না হলে দেশ ইতিহাসের আস্তাকুঁড়ে ভীরু জাতি হিসেবে রয়ে যাবে।”
এ সময় ট্রাইব্যুনাল আশ্বস্ত করে বলেন, “ন্যায়বিচার নিশ্চিত হবে, দুই পক্ষই ন্যায্য বিচার পাবে।”
এর আগে মামলায় শহীদ পরিবারের সদস্য, আহত ব্যক্তি, চিকিৎসকসহ মোট ৫৪ জন সাক্ষ্য দিয়েছেন। তাদের সাক্ষ্যে উঠে এসেছে জুলাই গণহত্যা, গুম-খুন, নির্যাতন ও প্রশাসনিক নৃশংসতার বিবরণ।
প্রসিকিউশন জানিয়েছে, উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণ পৃথিবীর যেকোনো আদালতে দোষ প্রমাণের জন্য যথেষ্ট।