আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সারা দেশে ৯০ হাজার থেকে এক লাখ সেনা মোতায়েন করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।
সোমবার (২০ অক্টোবর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এ তথ্য জানান তিনি। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। উপস্থিত ছিলেন অন্য চার কমিশনার, ইসির সিনিয়র সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বৈঠকে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে নিরাপত্তা ব্যবস্থা, লজিস্টিক সহায়তা, ভোটকেন্দ্রের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়সহ বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, “অবশ্যই নির্বাচন করার পরিবেশ রয়েছে। সেনা থাকবে ৯০ হাজার থেকে ১ লাখ, পুলিশ দেড় লাখ এবং আনসার সদস্য সাড়ে পাঁচ লাখ।”
সম্প্রতি দেশে ধারাবাহিক অগ্নিকাণ্ডের ঘটনায় ভোটের পরিবেশ নিয়ে উদ্বেগ রয়েছে কিনা—জানতে চাইলে তিনি বলেন, “সভায় আগুনের বিষয়টি আলোচনা হয়নি।”