কলাপাড়ায় ঝড়ে পড়া শিক্ষার্থী রোধে শিক্ষা উপকরন বিতরন

নিজস্ব প্রতিবেদক
রাকিবুল ইসলাম তনু, জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: বুধবার ২রা জানুয়ারী ২০১৯ ০৫:০০ অপরাহ্ন
কলাপাড়ায় ঝড়ে পড়া শিক্ষার্থী রোধে শিক্ষা উপকরন বিতরন

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: কলাপাড়ায় কোমলমতী শিক্ষার্থীদের মাঝে নতুন বইয়ের সাথে স্কুল ব্যাগ বিতরন করা হয়েছে। বুধবার বেলা ১২টায় বেসরকারী উন্নয়ন সংস্থা পাথওয়ের সহযোগিতায় ধানখালীর কলেজ বাজারে মর্নিং সান প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষার্থীদের মাঝে এসব স্কুল ব্যাগ বিতরন করা হয়। শিক্ষায় উৎসাহিত করন ও ঝড়ে পড়া শিক্ষার্থী রোধে দু’ইশ শিক্ষার্থীদের মাঝে বইসহ এসব স্কুল ব্যাগ বিতরন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ধানখালী ইউনিয়নের চেয়্যারমান রিয়াজ তালুকদার, পাথওয়ের নির্বাহী পরিচালক মো. শাহীন, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক জাহিদ রিপন, ধানখালী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সজল মিয়া, অভিভাবকসহ স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা। পাথওয়ের নির্বাহী পরিচালক মো. শাহীন বলেন, আমাদের এই প্রত্যন্ত গ্রামাঞ্চলে অনেক শিশু শিক্ষার্থী প্রাথমিকের গন্ডি পেরোনের আগেই ঝড়ে পড়ে। আর্থিক দীনতায় তাদের লেখাপড়া বন্ধ হয়ে যায়। তাই শিক্ষার্থীদের শিক্ষায় উৎসাহিত করন ও ঝড়ে পরা রোধে আমার এ আয়োজন। ভবিষ্যতে এসব কোমলমতি শিক্ষার্থীদের জন্য আরও ভাল কিছু করতে চাই।