ব্রাহ্মণবাড়িয়ায় ট্যাংক লরির ভেতর থেকে সুহেল মিয়া (১৭) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকালে শহরের মেড্ডা বাসস্ট্যান্ড এলাকার মেসার্স এস রহমান ফিলিং স্টেশনের তেলের ট্যাংক লরির ভেতর থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।নিহত সুহেল শহরের ঘাটুরা খন্দকার বাড়ির এলাহি মিয়ার ছেলে।স্থানীয়রা জানায়, এস রহমান ফিলিং স্টেশনের ট্যাংক লরিতে কাজ করত সুহেল মিয়া। আগের দিন রাতে লরি থেকে তেলও নামানো হয়। সকালে লরির ভেতর থেকে মরদেহটি উদ্ধার করে স্থানীয়রা। পরে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ।