জামানত ফেরত দিতেই হবে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বুধবার ২রা জানুয়ারী ২০১৯ ০৪:০০ অপরাহ্ন
জামানত ফেরত দিতেই হবে

নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে ভোট বর্জন করেছেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল ইসলাম ওরফে হিরো আলম। নির্বাচনে মাত্র ৬৩৮ ভোট পেয়ে জামানত হারিয়েছেন তিনি। তবে সমর্থকদের ভোট দিতে না দেয়ার অভিযোগ তুলে জামানত ফেরত দেয়ার জোর দাবি জানিয়েছেন সিংহ প্রতীকের এই প্রার্থী।

হিরো আলম সাংবাদিকদের বলেন, আমার লোকজনকে কেন্দ্র থেকে বের করে দেয়া হয়েছে। এজেন্ট দিতে দেয়া হয়নি। যাও কয়েকজনকে দিয়েছি তাদেরও বের করে দেয়া হয়েছে। তিনি বলেন, আমি এই ভোট মানি না। আমার জমা দেওয়া জামানতের টাকা তাদের ফেরত দিতেই হবে। সুষ্ঠু ভোট হলে বিপুল ভোটে জয় পেতাম। কিন্তু ভোট হতে দেয়নি বরং আমাকে ও আমার লোকজনকে তারা মেরেছে।