
প্রকাশ: ৪ জানুয়ারি ২০২৬, ১৭:২২

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের নির্বাচনী ব্যয়ের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন বিধান অনুযায়ী, প্রার্থীরা তাদের সংশ্লিষ্ট সংসদীয় আসনের ভোটার সংখ্যার ওপর ভিত্তি করে সর্বনিম্ন ২৫ লাখ টাকা থেকে সর্বোচ্চ ৮৪ লাখ টাকা পর্যন্ত ব্যয় করতে পারবেন। তবে এই ব্যয়সীমা অতিক্রম করলে সংশ্লিষ্ট প্রার্থীর জন্য সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে।
