
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ১৩:২

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার জন্য ভোটার নিবন্ধন কার্যক্রমে উল্লেখযোগ্য সাড়া মিলেছে। নির্বাচন কমিশনের (ইসি) তথ্যমতে, গত ১৯ নভেম্বর থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে শুরু হওয়া নিবন্ধন প্রক্রিয়ায় ইতোমধ্যে চার লাখ ৮৪ হাজারের বেশি ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন। এই কার্যক্রম চলবে আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত।
