
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ১৭:২

জীবনরক্ষাকারী ওষুধের মূল্য নির্ধারণে সরকারই চূড়ান্ত কর্তৃপক্ষ—এ কথা স্পষ্ট করে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে হাইকোর্ট। সোমবার (২৪ নভেম্বর) প্রকাশিত রায়ে আদালত উল্লেখ করেন, মানুষের জীবন ও স্বাস্থ্য সুরক্ষার সঙ্গে সম্পৃক্ত এসব ওষুধের দাম নির্ধারণের ক্ষমতা কোনোভাবেই উৎপাদনকারী প্রতিষ্ঠানের হাতে থাকতে পারে না।
