
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫, ১৮:২৩

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) প্রস্তুতিমূলক কার্যক্রম আরও জোরদার হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেল ৩টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সচিব, অধিদপ্তর ও কর্তৃপক্ষের মহাপরিচালক এবং চেয়ারম্যানদের সঙ্গে মতবিনিময় সভায় বসেছে কমিশন। সভায় উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন, চার নির্বাচন কমিশনার এবং ইসি সচিবসহ নানা স্তরের কর্মকর্তারা।
