জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক মতভিন্নতার কারণে সনদ স্বাক্ষর নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এই পরিস্থিতিতে জরুরি আলোচনার উদ্যোগ নিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন।
বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ছয়টায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে ‘অতি জরুরি’ বৈঠক আহ্বান করেছে কমিশন। বিষয়টি নিশ্চিত করেছেন কমিশনের সহসভাপতি আলী রীয়াজ।
চিঠিতে বলা হয়েছে, প্রতিটি রাজনৈতিক দল বা জোট থেকে দুজন প্রতিনিধি অংশ নিতে পারবেন। বিকেল ৪টার মধ্যে প্রতিনিধিদের নাম কমিশনের কাছে পাঠাতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের পর প্রস্তাবিত প্রতিনিধি তালিকা গ্রহণ করা হবে না।
এর আগে কমিশনের সদস্যরা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও কমিশনের প্রধান অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন। সেখানে সনদ বাস্তবায়নের বিভিন্ন দিক ও মতপার্থক্য সমাধানের উপায় নিয়ে আলোচনা হয়।
বিশ্লেষকদের মতে, জাতীয় সনদ দেশের রাজনৈতিক পুনর্গঠনের অন্যতম বড় পদক্ষেপ হতে পারে। তবে, মতভিন্নতা ও দলীয় স্বার্থের সংঘাত না মেটালে এই উদ্যোগ কার্যকর করা কঠিন হয়ে উঠবে।