আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করার দায়িত্ব নিজের কাঁধে নিয়েছেন বলে জানিয়েছেন নতুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হক।
রোববার (১২ অক্টোবর) দুপুরে দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “প্রধান উপদেষ্টার নির্দেশ স্পষ্ট—এই নির্বাচন হবে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক। আমরা নির্বাচন কমিশনের অধীনে কাজ করবো, এবং মাঠ প্রশাসনের কর্মকর্তারা যেন নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করেন, সেটাই আমার প্রধান দায়িত্ব।”
সাবেক সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব এহছানুল হক বলেন, “আমি কখনো দলীয় নির্দেশে কাজ করিনি, ভবিষ্যতেও করবো না। কর্মকর্তাদের স্বাধীনভাবে কাজ করার জন্য প্রয়োজনীয় সুরক্ষা নিশ্চিত করবো। যারা নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ হবেন, তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।”
নির্বাচনকালীন মাঠ প্রশাসনের ভূমিকা নিয়ে তিনি বলেন, “প্রিসাইডিং অফিসাররা ক্ষমতাবান থাকবেন। তারা যদি দায়িত্ব পালনে ব্যর্থ হন, তাদেরও জবাবদিহির মুখোমুখি হতে হবে। নির্বাচনের পরিবেশ সবার জন্য সমান রাখতে হবে।”
তিনি বিশ্বাস প্রকাশ করেন, উপযুক্ত পরিবেশ ও স্বাধীনতা পেলে কর্মকর্তারা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে সক্ষম হবেন। “জনগণ যদি সত্যিকারের নিরপেক্ষ নির্বাচন চায়, তা সম্ভব,” বলেন এহছানুল হক।