আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ের সরকারি ফেসবুক পেজে সাইবার হামলার ঘটনা ঘটেছে। রোববার (১২ অক্টোবর) দুপুরে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের সময় পেজটি হ্যাকারদের আক্রমণের শিকার হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেন, “আজ আমরা আদালতের কার্যক্রম সরাসরি সম্প্রচার করছিলাম। ঠিক সেই মুহূর্তে অজ্ঞাত হ্যাকাররা আমাদের পেজে সাইবার অ্যাটাক চালায়। ফলে পেজটি সাময়িকভাবে নিষ্ক্রিয় হয়ে পড়ে। তবে প্রযুক্তিগত সহায়তায় আমরা সেটি পুনরুদ্ধার করেছি।”
তিনি অভিযোগ করেন, “যুক্তিতর্কে যে তথ্য-প্রমাণ ও অপরাধীদের নিষ্ঠুরতার বিবরণ প্রকাশ করা হচ্ছিল, সেটি যাতে জনসাধারণ ও আন্তর্জাতিক সম্প্রদায় জানতে না পারে—এই উদ্দেশ্যেই পেজে হামলা চালানো হয়। এটি বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নষ্ট করার একটি অপচেষ্টা।”
চিফ প্রসিকিউটর বলেন, “আমরা বিচারের স্বচ্ছতা বজায় রাখতে কাজ করছি। অপরাধীরা চায় না সত্য প্রকাশ পাক। কিন্তু সত্য কখনো চাপা থাকবে না।”
সাইবার হামলার ঘটনাকে গুরুত্ব দিয়ে কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। ট্রাইব্যুনালের আইটি টিম জানিয়েছে, হামলার উৎস শনাক্তের চেষ্টা চলছে। এই হামলার সঙ্গে দেশি বা বিদেশি কোনো সংগঠন জড়িত কিনা, তা অনুসন্ধান করা হচ্ছে।