মানবতাবিরোধী অপরাধ মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চার্জশিটে নাম আসা সেনা কর্মকর্তাদের মধ্যে ১৫ জনকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। এদের মধ্যে ১৪ জন কর্মরত ও একজন অবসরোত্তর ছুটিতে (এলপিআর) রয়েছেন।
শনিবার (১১ অক্টোবর) ঢাকা সেনানিবাসের মেসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান।
তিনি বলেন, “আমরা মোট ১৬ জন কর্মকর্তাকে সেনা হেফাজতে আসার নির্দেশ দিয়েছিলাম। এর মধ্যে ১৫ জন স্বেচ্ছায় এসে হেফাজতে রয়েছেন। একজন মেজর জেনারেল অবৈধভাবে ছুটিতে আছেন এবং তাকে দেশ ছাড়তে না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।”
হাকিমুজ্জামান আরও জানান, “সেনাবাহিনী সকল অপরাধের বিচারের পক্ষে এবং আদালতের রায় মেনে নেবে। যারা হেফাজতে রয়েছেন, তাদের আগামী ২২ অক্টোবর ট্রাইব্যুনালে হাজির করা হবে।”
তিনি বলেন, সেনাবাহিনী কোনো অপরাধকে প্রশ্রয় দেয় না। “এই কর্মকর্তারা সেনাবাহিনীতে থাকার সময় অপরাধ করেননি, বরং বিভিন্ন বাহিনীতে দায়িত্ব পালনের সময় মানবতাবিরোধী কর্মকাণ্ডে জড়িত হন।”
প্রসঙ্গত, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক ও বর্তমান ২৫ জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।