প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ২১:৪
জাতিসংঘের সদর দফরে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন। এতে অংশগ্রহণ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
প্রধান উপদেষ্টার সঙ্গে সফরে রয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ।
অধ্যাপক মুহাম্মদ ইউনূস সোমবার নিউইয়র্কে পৌঁছান। প্রথম দিনে তিনি বেলজিয়ামের রাণী মথিল্ড, সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভার সঙ্গে বৈঠক করেন।
অধিবেশনের দ্বিতীয় দিনে প্রধান উপদেষ্টা কমপক্ষে ১০টি কর্মসূচিতে অংশ নেবেন। তার মধ্যে রয়েছে বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) এবং বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক। এছাড়া তিনি নেদারল্যান্ডসের রাণী ম্যাক্সিমার সঙ্গে সাক্ষাৎ করবেন এবং ‘ফ্যাশন ফর ডেভেলপমেন্ট (এফ৪ডি)’ শীর্ষক এক অনুষ্ঠানে যোগ দেবেন।
তিনি ‘সামাজিক উদ্ভাবনের মাধ্যমে অর্থায়ন’ বিষয়ক আলোচনায় অংশগ্রহণ করবেন। দিনের শেষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের দেওয়া এক সংবর্ধনায় অংশ নেবেন।
এই সফর বাংলাদেশের জন্য কূটনৈতিক ও অর্থনৈতিক গুরুত্ব বহন করছে। অধ্যাপক ইউনূসের অংশগ্রহণ বাংলাদেশের আন্তর্জাতিক পর্যায়ে সামাজিক ও অর্থনৈতিক উদ্ভাবনের দিক তুলে ধরবে।
সফরের মাধ্যমে তিনি বিভিন্ন বৈশ্বিক নেতার সঙ্গে আলোচনা করে দেশের অবদান ও নীতিমালা আরও সুসংহত করার সুযোগ পাবেন। তার উপস্থিতি বাংলাদেশের কূটনৈতিক চিত্রে নতুন মাত্রা যোগ করবে।
এই অধিবেশন চলবে আগামী কয়েক দিন ধরে, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের নেতারা তাদের দেশের অগ্রগতি, উন্নয়ন পরিকল্পনা ও বৈশ্বিক চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করবেন।