প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৮
রাজধানীর কারওয়ান বাজারে দ্যা ডেইলি স্টারের সম্মেলন কক্ষে গবেষণা সংস্থা ইনোভেশন-এর জরিপের ফলাফল উপস্থাপন অনুষ্ঠানে বক্তব্য দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সেখানে তিনি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করেন।
তিনি বলেন, নির্বাচন পদ্ধতি বা পিআর সিস্টেম নিয়ে সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো। সরকার এই বিষয়ে যত কম কথা বলে তত ভালো। তিনি মনে করেন রাজনৈতিক দলগুলোর সমঝোতার মাধ্যমেই আগামী নির্বাচনকে গ্রহণযোগ্য করা সম্ভব হবে।
শফিকুল আলম জানান, সরকারের মূল লক্ষ্য হলো নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ রাখা। তিনি বলেন, পিআর নাকি বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন হবে তা দলগুলো ঠিক করুক, অন্তর্বর্তী সরকার প্রক্রিয়াটিকে সহায়তা করবে।
গবেষণা সংস্থা ইনোভেশন-এর জরিপে উঠে এসেছে যে, দেশের অধিকাংশ মানুষ পিআর সিস্টেম সম্পর্কে জানে না। জরিপ অনুযায়ী ৫৬ শতাংশ মানুষ এই পদ্ধতি সম্পর্কে অবগত নয়। পিআর চায় ২১ দশমিক ৮ শতাংশ আর পিআর চায় না ২২ দশমিক ২ শতাংশ।
জরিপে অংশগ্রহণকারীর সংখ্যা ছিল ১০ হাজার ৪১৩ জন। এই বৃহৎ জরিপে দেশের ভোটারদের নানা মতামত উঠে এসেছে যা রাজনৈতিক দলগুলোর জন্য একটি বার্তা হিসেবে কাজ করতে পারে।
জরিপে দেখা যায় ৬৯ দশমিক ৯ শতাংশ মানুষ মনে করে অন্তর্বর্তী সরকার একটি নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সক্ষম হবে। তবে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়গুলো এ বিষয়ে তুলনামূলক কম আস্থা প্রকাশ করেছে।
শফিকুল আলম বলেন, জনগণের আস্থা অর্জন করতে হলে সব দলকে সমান সুযোগ দিতে হবে। নির্বাচন কমিশনের স্বাধীনতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলো যদি সমঝোতার পথে না আসে তবে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন দেখা দিতে পারে। তাই দলগুলোকে ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিতে হবে এবং জনগণের আস্থাকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে।