প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ১৫:৩৬
রাজধানীর উত্তরা এলাকায় মর্মান্তিক এক বিমান দুর্ঘটনায় নারী-শিশুসহ অন্তত ২৬ জন আহত হয়েছেন। সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান (এফ-৭ বিজিআই মডেল, নম্বর ৭০১) উড্ডয়ন করার কিছুক্ষণের মধ্যেই উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন কলেজের ক্যান্টিনের ছাদে বিধ্বস্ত হয়।