ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে আগ্রহ প্রকাশ করেছে অস্ট্রেলিয়া। একই সঙ্গে প্রয়োজনে নির্বাচন কমিশনকে সহায়তা দেওয়ার কথাও জানিয়েছে দেশটি।
গত বৃহস্পতিবার নির্বাচন কমিশনের প্রধান এএমএম নাসির উদ্দিনের সঙ্গে নির্বাচন ভবনে সৌজন্য সাক্ষাতে বসেন ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইলি। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে অস্ট্রেলিয়ার অবস্থান তুলে ধরেন।
সুসান রাইলি জানান, নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা ছিল অত্যন্ত গঠনমূলক। তারা বাংলাদেশে চলমান নির্বাচনি প্রস্তুতি সম্পর্কে অবগত হয়েছেন এবং অস্ট্রেলিয়া আশা করে যে এই নির্বাচন হবে অবাধ, নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানদণ্ডে উপযুক্ত।
তিনি বলেন, অস্ট্রেলিয়া নির্বাচন কমিশনের নির্দিষ্ট কিছু খাতে সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে, তবে সেটা কমিশনের চাহিদার ভিত্তিতে নির্ধারিত হবে। একই সঙ্গে কমিশনের কার্যক্রমে স্বচ্ছতা এবং দক্ষতা বৃদ্ধির দিকেও তারা দৃষ্টি রাখছেন।
বাংলাদেশে নিযুক্ত অন্য দেশের কূটনীতিকরাও ইতোমধ্যে নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করে আসন্ন নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে আহ্বান জানিয়েছেন। অনেক দেশই নির্বাচন পর্যবেক্ষণ ও কারিগরি সহায়তা প্রদানে আগ্রহ দেখিয়েছে।
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপিও নির্বাচনি উপকরণ সরবরাহসহ নানাভাবে নির্বাচন কমিশনকে সহায়তা করে যাচ্ছে। এতে নির্বাচন কার্যক্রম আরও শক্তিশালী ও নির্ভরযোগ্য হওয়ার আশা করা হচ্ছে।
আগামী ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুন মাসের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই লক্ষ্যকে সামনে রেখে নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে এবং আন্তর্জাতিক অংশীদারদের সহায়তায় কাজকে আরও কার্যকর করতে চায়।