জুয়া খেলার অপরাধে বিরামপুরে আটক ৬ জন

নিজস্ব প্রতিবেদক
গোলাম রব্বানী, নিজস্ব প্রতিনিধি (দিনাজপুর)
প্রকাশিত: শনিবার ১৫ই মার্চ ২০২৫ ০৪:৩৩ অপরাহ্ন
জুয়া খেলার অপরাধে বিরামপুরে আটক ৬ জন

দিনাজপুরের বিরামপুর উপজেলার ৭নং পলিপ্রয়াগপুর ইউনিয়নের টাটকপুর গ্রামে শুক্রবার (১৪ মার্চ) রাতে পুলিশ একটি বিশেষ অভিযানে ৬ জনকে জুয়া খেলার অপরাধে আটক করেছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ৩ হাজার ৩০ টাকা এবং একটি তাস সেট জব্দ করে। এ সময় আটককৃতরা টাকার বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলার সময় ধরা পড়ে।


আটককৃতদের মধ্যে টাটকপুর ফকির পাড়া গ্রামের হামিদ মাহমুদ (৩২), গোলাম মোস্তফার ছেলে নাহিদ ইসলাম (২৮), মনছের আলীর ছেলে রাসেল শেখ (২৪), আব্দুস সাত্তারের ছেলে মাজারুল ইসলাম (৪২), টাটকপুর ও খয়েরপাড়া গ্রামের মোখলেছার রহমানের ছেলে রায়হান কবির (২৫), এবং আলিফ উদ্দিনের ছেলে আশিকুর ইসলাম (৩২) অন্তর্ভুক্ত আছেন।


পুলিশ এ সময় ১ সেট DON ALPHA CARDS তাস এবং নগদ ৩ হাজার ৩০ টাকা উদ্ধার করে। পুলিশ জানায়, আটককৃতরা প্রকাশ্যে জুয়া খেলছিল এবং তাদের বিরুদ্ধে প্রকাশ্য জুয়া আইন, ১৮৬৭ এর ৩/৪ ধারা মোতাবেক আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।


এছাড়াও, বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত ৪ জন আসামিকে পুলিশ গ্রেফতার করেছে। এই আসামিরা হলেন ফুলবাড়ি উত্তর কৃষ্ণপুর এলাকার মাসুম আলী (৩৫), বিরামপুর উপজেলার জগদীশপুর এলাকার নাসিম আহমেদ (২৯), ফুলবাড়ি উপজেলার সুজাপুর মধ্যপাড়া গ্রামের সাগর আলী (৩০), এবং বিরামপুর উপজেলার দক্ষিণ রামচন্দ্রপুর গ্রামের আক্কাস আলী (৩০)।


বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক জানান, টাকার বিনিময়ে জুয়া খেলার অপরাধে ৬ জনকে আটক করা হয়েছে এবং ওয়ারেন্টভুক্ত ৪ আসামিসহ মোট ১০ জনকে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে। তিনি বলেন, সমাজে যুব সমাজের ধ্বংস ও অন্যান্য অপরাধ যেমন নারী নির্যাতন এবং চুরি ছিনতাই রোধে আইনশৃঙ্খলা বাহিনী এই ধরনের অভিযান অব্যাহত রাখবে।