প্রকাশ: ১ এপ্রিল ২০২৫, ২০:৩২
“ঈদ পুনর্মিলনে চল, হারিয়ে যাই স্কুল জীবনে”—এই স্লোগানকে সামনে রেখে মেমানিয়া মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো এসএসসি ব্যাচ ২০০৪ (হিজলা, মুলাদী, মেহেন্দীগঞ্জ, কাজিরহাট)-এর আঞ্চলিক মিলনমেলা।
অনুষ্ঠানে উপস্থিত ব্যাচমেটরা স্মৃতিচারণ, আড্ডা ও নানা বিনোদনমূলক কার্যক্রমে অংশ নেন। একে অপরের সুখ-দুঃখের গল্প ভাগ করে নেওয়ার পাশাপাশি ভবিষ্যতে আরও বড় পরিসরে এই আয়োজন করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন তারা।
এ আয়োজন শুধু আনন্দের জন্যই নয়, বরং বন্ধুত্বের বন্ধনকে আরও দৃঢ় করার জন্যও ছিল একটি চমৎকার উপলক্ষ। আয়োজকরা জানান, স্কুলজীবনের সোনালি স্মৃতিকে ধরে রাখতে তারা নিয়মিত এ ধরনের পুনর্মিলনীর আয়োজন করবেন।
আয়োজন: এসএসসি ব্যাচ ২০০৪ (হিজলা, মুলাদী, মেহেন্দীগঞ্জ, কাজিরহাট)।