গোপালপুরে চাঁদাবাজির অভিযোগে তিন বিএনপি সমর্থককে রাজনীতি থেকে বিরত থাকার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
মোঃ নুর আলম উপজেলা প্রতিনিধি - গোপালপুর , টাঙ্গাইল
প্রকাশিত: শুক্রবার ২৮শে ফেব্রুয়ারি ২০২৫ ১০:২০ অপরাহ্ন
গোপালপুরে চাঁদাবাজির অভিযোগে তিন বিএনপি সমর্থককে রাজনীতি থেকে বিরত থাকার নির্দেশ

টাঙ্গাইলের গোপালপুরে বিএনপির নাম ব্যবহার করে চাঁদাবাজিসহ নানা অনিয়মের অভিযোগে একই পরিবারের তিন সমর্থককে দলীয় কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার সকালে উপজেলা বিএনপির সভাপতি মো. জাহাঙ্গীর আলম রুবেল বিষয়টি নিশ্চিত করেছেন।  


অভিযুক্তরা হলেন ধোপাকান্দি ইউনিয়নের গাড়ালিয়া পাড়া গ্রামের কান্দু শেখের ছেলে বাবুল হোসেন, তার ভাই সেতাব আলী এবং বাবুলের ছেলে জনি। তারা দীর্ঘদিন ধরে বিএনপির নাম ব্যবহার করে অসামাজিক কার্যক্রম চালাচ্ছিলেন বলে অভিযোগ উঠেছে।  


এর আগে মঙ্গলবার বিএনপির উপজেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের বিরুদ্ধে নেওয়া সিদ্ধান্ত জানানো হয়। এতে বলা হয়, দলীয় শৃঙ্খলাভঙ্গ, চাঁদাবাজি, চুরি ও মারামারির অভিযোগে দলীয় কার্যক্রমে অংশগ্রহণ নিষিদ্ধ করা হয়েছে।  


বিএনপির পক্ষ থেকে আরও জানানো হয়, অভিযুক্তরা কোনোভাবেই দলের সঙ্গে সম্পৃক্ত নন এবং তাদের অপকর্মের দায়ভার দল বহন করবে না। এছাড়া দলের নেতাকর্মীদের তাদের সঙ্গে কোনো রাজনৈতিক সম্পর্ক না রাখার নির্দেশও দেওয়া হয়েছে।  


উপজেলা বিএনপির সভাপতি মো. জাহাঙ্গীর আলম রুবেল বলেন, তারা বিএনপির সমর্থক ছিলেন, কিন্তু বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে দলের ভাবমূর্তি রক্ষা হবে এবং ভবিষ্যতে কেউ এ ধরনের কাজ করতে সাহস পাবে না।  


স্থানীয় সূত্র জানায়, অভিযুক্তরা বিএনপির নাম ব্যবহার করে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায় করতেন এবং এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করতেন। এতে দলের সুনাম ক্ষুণ্ন হচ্ছিল, ফলে দলীয় নেতৃবৃন্দ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হয়েছেন।  


এ সিদ্ধান্তের পর স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ মনে করছেন, এটি সঠিক পদক্ষেপ, আবার কেউ বলছেন, আরও আগে এই সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল।  


উল্লেখ্য, বিএনপি নেতৃবৃন্দ সতর্ক করে বলেছেন, ভবিষ্যতে কেউ যদি দলের নাম ব্যবহার করে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হয়, তাহলে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।