দিনাজপুরের হাকিমপুর হিলিতে 'তারুণ্যের উৎসব-২০২৫' উদযাপন উপলক্ষে "তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ" শীর্ষক একটি কর্মশালা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের অডিটোরিয়াম রুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শামসুল আলম, যুব উন্নয়ন অফিসার আব্দুস সালাম, উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, জামায়াতের আমীর মোঃ আমিনুল ইসলাম, থানার পুলিশ পরিদর্শক ওসি তদন্ত এস এম জাহাঙ্গীর আলম, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খান, উপজেলা সহকারী কৃষি অফিসার মেজবাহুর রহমান, আইসিটি প্রোগ্রাম অফিসার মোছাঃ জান্নাতুন ফেরদৌসী এবং আরও অনেকে।
আলোচনা সভায় বক্তারা ২৪ এর গণঅভ্যুত্থান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় তার বক্তব্যে বলেন, "২০২৪ সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। তাই নতুন বাংলাদেশের ভিত্তিতে এই তারুণ্যের উৎসব উদযাপন করা হচ্ছে। আগামী ২২ জানুয়ারি শিক্ষার্থীদের উপস্থিতিতে বিতর্ক প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং ২৩ জানুয়ারি ৩৬ জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট নিয়ে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।"
এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল তরুণদের ভাবনায় আগামীর বাংলাদেশ গড়ার পথ দেখানো এবং তাদের জাতীয় আন্দোলন, মুক্তিযুদ্ধ ও সাম্প্রতিক ঘটনাবলী সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। বক্তারা ছাত্র-যুব সমাজের শক্তিকে কাজে লাগিয়ে একটি অসাম্প্রদায়িক, স্বাধীন ও উন্নত বাংলাদেশের স্বপ্নকে বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।