জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে যুব সমাজ এবং প্রবাসীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) কুয়েতের সালুয়া সী সাইডের জুমেরিদা হলে বাংলাদেশ কুরআন প্রশিক্ষণ কেন্দ্র কুয়েতের আয়োজনে সুধী সমাবেশে তিনি এ কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দেশে ইসলামী আইন প্রতিষ্ঠার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ব্যবসায়িক লাইসেন্স প্রাপ্তি সহজ করতে ওয়ান স্টপ সার্ভিস চালু করবে। প্রবাসীদের অগ্রাধিকার দিয়ে প্রবাসী মন্ত্রণালয়ের কার্যক্রম আরও জোরদার করার প্রতিশ্রুতি দেন তিনি।
ডা. শফিকুর রহমান আরও উল্লেখ করেন, জামায়াত সমতার ভিত্তিতে সবার জন্য সমান আইন প্রতিষ্ঠা করতে চায়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুয়েতে বাংলাদেশ দূতাবাসের তৃতীয় সচিব আবদুল লতিফ ফকির, জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ড. খলিলুর রহমান মাদানী, কুয়েত মানবাধিকার কমিশনের কর্মকর্তা, কুয়েত সংসদের সাবেক সদস্য আদেল দামকী এবং ইসলাম প্রেজেন্টেশন কমিটির কর্মকর্তা আম্মায় আল কান্ডারীসহ আরও অনেকে।
প্রবাসীদের উন্নয়নে এবং তাদের অধিকার নিশ্চিত করার জন্য জামায়াত বিভিন্ন পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে। এছাড়াও যুব সমাজের উন্নয়ন ও তাদের ভবিষ্যৎ সুরক্ষায় দলটি প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান ডা. শফিকুর রহমান।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।