ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধীন ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি একেবারে নেই বললেই চলে। কিছুক্ষণ পরপর এক দুজন ভোটার এসে ভোট দিয়ে যাচ্ছেন। ভোটকেন্দ্রের সামনে মহসিন হল মাঠে ছাত্রলীগের বিভিন্ন হলের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। তবে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ৮টায় শুরু হয়েছে। তবে ভোট শুরুর তিন ঘণ্টা অতিক্রম হলেও ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি কম দেখা গেছে।
বেশিরভাগ ভোটকেন্দ্রে আওয়ামী সমর্থিত মেয়র ও কাউন্সিলর প্রার্থীর এজেন্টদের উপস্থিতি শতভাগ থাকলেও বিএনপির এজেন্ট সব কেন্দ্রে লক্ষ্য করা যায়নি।
বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে এ ভোটগ্রহণ চলছে। ঢাকার দুই সিটি নির্বাচনে ব্যবহার হচ্ছে ২৮ হাজার ৮৭৮টি ইভিএম।
উত্তরে মেয়রপদে ৬ জন, সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ৭৭ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ২৫১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর দক্ষিণে মেয়রপদে ৭ জন, সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ৮২ জন এবং সাধারণ আসনের কাউন্সিলর পদে ৩২৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।