ছাত্র-জনতার আন্দোলনে শহীদ হওয়া হিজলার তিন কৃতি সন্তান রিয়াজ, শাহিন ও আতিকের স্মরণে আয়োজিত শহীদ রিয়াজ, শাহিন, আতিক স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রবিবার (২২ ডিসেম্বর) বিকেলে হিজলা সরকারি কলেজ মাঠে এ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ উপভোগ করেন এবং পুরস্কার বিতরণ করেন। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার খান মো. জুলহাস কবির, হিজলা উপজেলা বিএনপির আহ্বায়ক আঃ গাফফার তালুকদার, সদস্য সচিব এড. দেওয়ান মনির হোসাইন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আলতাফ হোসেন খোকন, যুবদলের আহ্বায়ক দেওয়ান সালাউদ্দিন রিমন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুজ্জামান খান সজল, এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ফাইনাল ম্যাচে উপজেলা সদর একাদশ এবং বন্ধু মহল একাদশ মুখোমুখি হয়। উত্তেজনাপূর্ণ ম্যাচের দ্বিতীয়ার্ধে বন্ধু মহল একাদশ একটি গোল করতে সক্ষম হয়। শেষ পর্যন্ত ১-০ গোলের ব্যবধানে উপজেলা সদর একাদশকে পরাজিত করে বন্ধু মহল একাদশ চ্যাম্পিয়নের শিরোপা জয় করে।
খেলা শেষে প্রধান অতিথি এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ বিজয়ী এবং রানার আপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। সমাপনী বক্তব্যে প্রধান অতিথি মো. জাহাঙ্গীর হোসেন বলেন, “এ ধরনের টুর্নামেন্ট তরুণ প্রজন্মকে ক্রীড়ামুখী করে এবং সামাজিক বন্ধন দৃঢ় করে। শহীদদের স্মৃতিকে জাগরুক রাখতে এ আয়োজন অত্যন্ত প্রশংসনীয়।”
স্থানীয় নেতৃবৃন্দ টুর্নামেন্ট আয়োজনের জন্য আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে এমন আরও আয়োজনের আহ্বান জানান।
টুর্নামেন্টটি এলাকাবাসীর জন্য বিশেষ আকর্ষণ হয়ে ওঠে এবং শহীদ রিয়াজ, শাহিন, আতিকের স্মৃতি রক্ষায় এটি এক নতুন অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।