প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৪, ২১:৫৫
অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তার মতে, সময়মতো নির্বাচন না হলে ষড়যন্ত্র বাড়বে এবং জনগণের মধ্যে প্রশ্ন দেখা দেবে।
সোমবার (২৩ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, "দেশের গণতন্ত্র ধ্বংসে বিরোধীদল দমনের পেছনে ভারতের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। শেখ হাসিনা সরকারের দেশবিরোধী কর্মকাণ্ডের কোনো শেষ নেই। তবে ৫৩ বছরে রাজনৈতিক দলগুলো যে কিছুই করেনি, তা বলা ঠিক নয়। সব আন্দোলনই ছিল রাজনৈতিক সিদ্ধান্তের অংশ।"
বিএনপির এই নেতা আরও জানান, "জনগণের মালিকানা কেড়ে নিয়েছিল বর্তমান সরকার। সবকিছুই পরিচালিত হত প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে। এমনকি দলীয় প্রার্থী মনোনয়নও সেখান থেকে ঠিক করা হত।"
অন্তর্বর্তী সরকারের প্রতি উচ্চ প্রত্যাশার কথা জানিয়ে রিজভী বলেন, "বিচার বিভাগের স্বাধীনতা এবং প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে। বিচার বিভাগ যেন কোনো অবৈধ নির্বাহী নির্দেশ মানতে বাধ্য না হয়, তা নিশ্চিত করাই সংস্কারের মূল লক্ষ্য হওয়া উচিত।"
তিনি সতর্ক করে বলেন, "সবকিছু বন্ধ রেখে রাতের অন্ধকারে সংস্কারের পরিকল্পনা জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না। তবে অন্তর্বর্তী সরকার যা-ই করুক, তা যেন বর্তমান ফ্যাসিস্ট সরকারের কর্মকাণ্ডের পুনরাবৃত্তি না হয়।"
সংস্কারকে বড় কোনো বিষয় না বলে উল্লেখ করে রিজভী বলেন, "ঊর্ধ্বতন কোনো ব্যক্তির অবৈধ নির্দেশকে প্রত্যাখ্যান করাই বড় সংস্কার। প্রশাসনের সমন্বয়হীনতার কারণে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও স্থিতিশীল হয়নি।"
তিনি শেখ হাসিনা এবং ভারতের "ষড়যন্ত্র" প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
ইনিউজ৭১ ডটকম