ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের রত্নাই মমিনটলা গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে শ্যালকের লাঠির আঘাতে আনসারুল হক (৫১) নামের এক কৃষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে এই ঘটনা ঘটে।
নিহত আনসারুল হক মমিনটলা গ্রামের মৃত নিয়াসু মোহাম্মদের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই পরিবারের সঙ্গে চাচাতো শ্যালক আনছার আলী ও তার পরিবার দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধে জড়িয়ে পড়ে। আজকের সংঘর্ষে আনছার আলী লাঠি দিয়ে আনসারুল হককে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
প্রত্যক্ষদর্শীদের মতে, আনসারুল হক তার ছেলে এনামুল হক এবং স্ত্রী সেকিধনকে নিয়ে বিরোধিত জমিতে ভুট্টা বোনার কাজ করছিলেন। হঠাৎ করে শ্যালক আনছার আলী ও তার ভাই নজরুল ইসলাম সহ অন্যান্য লোকজন এসে তাদের কাজ করতে বাধা দেয় এবং দুপক্ষের মধ্যে মারপিট শুরু হয়। এ সময় আনসারুল হককে লাঠি দিয়ে আঘাত করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে এনামুল হক অভিযোগ করে বলেন, "বাবা জমি নিয়ে বিরোধের পর থেকেই মামা আনছার আলী তাকে হুমকি দিয়ে আসছিল। আজ সকালে কেউ বাধা দেয়নি, কিন্তু দুপুরে হঠাৎ করেই মামা এবং তার লোকজন আমাদের ওপর হামলা চালায় এবং বাবাকে হত্যা করে। আমি আমার বাবার হত্যার বিচার চাই।"
আমজানখোর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ আইয়ুব আলী এই ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে বলেন, "জমি নিয়ে বিরোধের কারণে চাচাতো শ্যালক আনছার আলী আমাদের প্রিয় দুলাভাইকে হত্যা করেছেন। আমরা এর বিচার চাই এবং অপরাধীদের কঠোর শাস্তি দাবি করি।"
এদিকে, ঘটনার পর আনছার আলী আত্মগোপন করলেও তার ছোট ভাই নজরুল ইসলামকে স্থানীয়রা ধরে পুলিশে হস্তান্তর করেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।