ভোলার বোরহানউদ্দিনে যাত্রবাহি বাসের চাপায় মোটর সাইকেলের ২ আরোহী মো. রুবেল(২৮) ও মো. সোহাগ(২৫) নামের সহোদর ভাইয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সোয়া দুইটার দিকে ভোলা-চরফ্যাশন সড়কের ইদারাহ্ মূল কেন্দ্র মাদ্রাসার নিকট ওই দূর্ঘটনা ঘটে। সোহাগ ও রুবেল দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়নের তিন নাম্বার ওয়ার্ডের আবুল কালামের ছেলে।
বোরহানউদ্দিন থানার ওসি মু. এনামুল হক ও প্রত্যক্ষদর্শীরা জানান,ভোলা-চরফ্যাশন সড়কের ইদারাহ্ মূল কেন্দ্র মাদ্রাসার নিকট ভোলা থেকে চরফ্যাশনগামি যাত্রীবাহি বাস রবিন চৌধুরী এক্সপ্রেস(পাবনা-জ-০৪-০০২১)চরফ্যশনের দিকে যাচ্ছিলো। ভোলার দিকে চলমান রুবেল ও সোহাগকে বহনকারী মোটর সাইকেলকে ওই স্থানে সজোরে ধাক্কা দিলে মোটর সাইকেল ধুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই দুই ভাই মারা যায়। পুলিশ ঘাতক বাসটিকে জব্দ করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।