চাঁদপুরে বিশেষ অভিযানে ৩৮ দুষ্কৃতিকারী আটক, বালু উত্তোলন যন্ত্র জব্দ

নিজস্ব প্রতিবেদক
কোস্ট গার্ড ডেস্ক
প্রকাশিত: বৃহঃস্পতিবার ১৯শে ডিসেম্বর ২০২৪ ০৬:২৬ অপরাহ্ন
চাঁদপুরে বিশেষ অভিযানে ৩৮ দুষ্কৃতিকারী আটক, বালু উত্তোলন যন্ত্র জব্দ

আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর ২০২৪) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক জানান, চাঁদপুরের মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।  


গোপন সংবাদের ভিত্তিতে ১৮ ডিসেম্বর রাত ১১টা ৩০ মিনিট থেকে ১৯ ডিসেম্বর ভোর ৪টা ৪০ মিনিট পর্যন্ত এই অভিযান চলে। বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোনের অধিনস্ত বিসিজি স্টেশন চাঁদপুর এই অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন সময়ে ৩৮ জন দুষ্কৃতিকারীকে আটক করা হয় এবং ১টি ড্রেজার ও ১০টি বাল্কহেড জব্দ করা হয়।  


লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, "অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আটককৃত দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের চাঁদপুর সদর থানা নৌ পুলিশকে হস্তান্তর করা হয়েছে।"  


এছাড়া, তিনি উল্লেখ করেন যে, এই ধরনের অভিযান অব্যাহত থাকবে, যাতে মেঘনা নদীসহ দেশের অন্যান্য নদী-নালা অবৈধভাবে দখল এবং বালু উত্তোলনকারীদের হাত থেকে রক্ষা পায়।